BANGLA SMS AND KOBITA


COVID 19 LIVE MAP             

বাংলা বেস্ট কবিতা


মহাদেব সাহা (জন্ম: ৫ আগস্ট ১৯৪৪) বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালের একজন অন্যতম প্রধান কবি।

মহাদেব সাহা ১৯৪৪ সালের ৫ আগস্ট পাবনা জেলার ধানঘড়া গ্রামে পৈতৃক বাড়ীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম বগদাধর সাহা এবং মাতা বিরাজমোহিনী। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৯৩ টি।

কাব্যগ্রন্থঃ
এই গৃহ এই সন্ন্যাস (১৯৭২)
মানব এসেছি কাছে
চাই বিষ অমরতা
কী সুন্দর অন্ধ
তোমার পায়ের শব্দ
তবু স্বপ্ন দেখি
সোনালী ডানার মেঘ
পৃথিবী তোমাকে আমি ভালোবাসি
কে পেয়েছে সব সুখ, সবটুকু মধু,
শুকনো পাতার স্বপ্নগাঁথা
দুঃসময়ের সঙ্গে হেঁটে যাই
দুঃখ কোন শেষ কথা নয়
ভালোবাসা কেন এতো আলো অন্ধকারময়
লাজুক লিরিক-২
দূর বংশীধ্বনি
অর্ধেক ডুবেছি প্রেমে - অর্ধেক আধারে
কালো মেঘের ওপারে পূর্ণিমা
সন্ধ্যার লিরিক ও অন্যান্য
মহাদেব সাহার রাজনৈতিক কবিতা (কাব্য-সংকলন)
মহাদেব সাহার প্রেমের কবিতা (কাব্য-সংকলন)
মহাদেব সাহার কাব্যসমগ্র (কাব্য-সংকলন) - ১ম খণ্ড, ২য় খন্ড, ৩য় খন্ড, ৪র্থ খন্ড,
মহাদেব সাহার শ্রেষ্ঠ কবিতা (কাব্য-সংকলন)
প্রেম ও ভালবাসার কবিতা (কাব্য-সংকলন)
নির্বাচিত ১০০ কবিতা (কাব্য-সংকলন)
নির্বাচিত একশ (কাব্য-সংকলন)
প্রকৃতি ও প্রেমের কবিতা(কাব্য-সংকলন)

মহাদেব সাহা তাঁর কাব্য প্রতিভার জন্য অসংখ্য পুরস্কার লাভ করেছেন। তিনি ১৯৮৩ সালে কবিতায় বাংলা একাডেমী পুরস্কার এবং ২০০১ সালে একুশে পদক লাভ করেন। এছাড়াও অন্যান্য পুরস্কার ও সম্মননার মধ্যে ১৯৯৫ সালে আলাওল সাহিত্য পুরস্কার, ১৯৯৭ সালে বগুড়া লেখকচক্র পুরস্কার, ২০০২ সালে খালেদদাদ চৌধূরী স্মৃতি পুরস্কার এবং ২০০৮ সালে জাতীয় কবিতা পরিষদ পুরস্কার অন্যতম।

আজ পর্যন্ত এই ওয়েবসাইটে মহাদেব সাহা এর ২৩১টি কবিতা প্রকাশিত হয়েছে।
কবিতাকাব্যগ্রন্থপঠিতমন্তব্য
সব তো আমারই স্বপ্নধূলোমাটির মানুষ১০৯৫৬ বার১ টি
মানুষের বুকে এতো দীর্ঘশ্বাসধূলোমাটির মানুষ১৮২৫৬ বার১ টি
ভূদৃশ্যের বর্ণনাধূলোমাটির মানুষ১৯০৯ বার০ টি
ভালোবাসা আমি তোমার জন্যধূলোমাটির মানুষ১৯৩৩৫ বার০ টি
ভালোবাসাধূলোমাটির মানুষ৮৯৪৬ বার০ টি
ভালো আছি বলি কিন্তু ভালো নেইধূলোমাটির মানুষ২০৩৭১ বার০ টি
বেশিদিন থাকবো না আরধূলোমাটির মানুষ৬৫৬৫ বার০ টি
তোমার বর্ণনাধূলোমাটির মানুষ৫৮৭৫ বার১ টি
তোমার দূরত্বধূলোমাটির মানুষ১০৪৫৮ বার০ টি
জুঁইফুলের চেয়ে শাদা ভাতই অধিক সুন্দরধূলোমাটির মানুষ৩৫৯১ বার০ টি
চৈত্রের চিঠিধূলোমাটির মানুষ৪২৭৪ বার১ টি
কোনো তরুণ প্রেমিকের প্রতিধূলোমাটির মানুষ৬২৭২ বার০ টি
কোথাও যাওয়ার তাড়া নেইধূলোমাটির মানুষ৪৮৫১ বার০ টি
কোথাও পাই না দেখাধূলোমাটির মানুষ৫৭৮২ বার০ টি
এই ব্যর্থ আ-কার এ-কারধূলোমাটির মানুষ২৪৭৩ বার০ টি
আমার সমুদ্র দেখা, আমার পাহাড় দেখাধূলোমাটির মানুষ৯৩৪৪ বার০ টি
অসুস্থতা আমার নির্জন শিল্পধূলোমাটির মানুষ৯০১২ বার০ টি
সুখীমৃত্যুচাই বিষ অমরতা২২৩৭ বার০ টি
সামান্য জলচাই বিষ অমরতা২৬৯৯ বার০ টি
শস্যযাত্রাচাই বিষ অমরতা১৩৬০ বার০ টি
শব্দচাই বিষ অমরতা২০২৭ বার০ টি
যেতে যেতে অরণ্যকে বলিচাই বিষ অমরতা৪৫১৭ বার০ টি
যাও সঙ্গমে সৎকারে, প্রেমেচাই বিষ অমরতা১৫৪০ বার০ টি
পা কাঁপে আমি দ্বিধাগ্রস্তচাই বিষ অমরতা২২৯৭ বার০ টি
তোমরা কেমন আছোচাই বিষ অমরতা৫৪৮৭ বার১ টি
তুমিচাই বিষ অমরতা৪৬০৪ বার০ টি
তিনি এক স্বপ্নচারী লোকচাই বিষ অমরতা১৯৭২ বার০ টি
তাকেই বলি প্রকৃতিচাই বিষ অমরতা৬৬৩৩ বার০ টি
গোলাপের বংশে জন্মচাই বিষ অমরতা২৩৫৭ বার০ টি
কিছুদিন শোকে ছিলাম, মোহে ছিলামচাই বিষ অমরতা১৫৬৪ বার০ টি
এই সারাদিনচাই বিষ অমরতা২৪৩৭ বার০ টি
ইচ্ছাবৃষ্টিচাই বিষ অমরতা২২৩৪ বার০ টি
ইচ্ছা করে, কেন ইচ্ছা করেচাই বিষ অমরতা৩৪৭৪ বার০ টি
আমার হাতে দুঃখ পাচ্ছোচাই বিষ অমরতা৪১৫০ বার০ টি
স্মৃতিকী সুন্দর অন্ধ৩৭১৮ বার০ টি
সবাই ফেরালে মুখকী সুন্দর অন্ধ৩২৩০ বার০ টি
শীতের সেবায় তবে সেরে উঠিকী সুন্দর অন্ধ২৫১৯ বার০ টি
যদি কবিতা না লিখিকী সুন্দর অন্ধ২২৯৩ বার০ টি
মৃত্যুর প্রাচীন ভাষ্যকী সুন্দর অন্ধ২৮৪২ বার০ টি
মানুষই মহৎ শিল্পকী সুন্দর অন্ধ১৯৭৭ বার০ টি
মলয়ের মৃত্যুতে কয়েক পঙ্‌ক্তিকী সুন্দর অন্ধ১৭৫৮ বার০ টি
পাখির শয়নকী সুন্দর অন্ধ১৭৬৯ বার০ টি
দৈন্যকী সুন্দর অন্ধ২৩১৫ বার০ টি
দেশপ্রেমকী সুন্দর অন্ধ৪২৯৭ বার০ টি
তোমার ব্যাকুলতাগুলি নিয়েকী সুন্দর অন্ধ৩২৫৪ বার০ টি
জাহাজের মতোকী সুন্দর অন্ধ৪০০৪ বার০ টি
চিঠি দিওকী সুন্দর অন্ধ১৯৩৬৩ বার১ টি
কিছুই দেয়ার নেইকী সুন্দর অন্ধ৩২৩৮ বার০ টি
কফিন কাহিনীকী সুন্দর অন্ধ৪১৬৬ বার০ টি
একেক সময় মানুষ এতো অসহায়কী সুন্দর অন্ধ৫২৫৮ বার০ টি
আবুল হাসানের জন্য এলিজিকী সুন্দর অন্ধ২০২৪ বার০ টি
সবাই মেলায় যায়এই গৃহ এই সন্ন্যাস৩৪৫২ বার০ টি
শহরে, এই বৃষ্টিতেএই গৃহ এই সন্ন্যাস৩৩১৯ বার০ টি
রবীন্দ্রোত্তর আমারা কজন যুবাএই গৃহ এই সন্ন্যাস১৬৯৪ বার০ টি
মানবিক বৃক্ষএই গৃহ এই সন্ন্যাস১৯৬৪ বার০ টি
বৈশাখে নিজস্ব সংবাদএই গৃহ এই সন্ন্যাস২৯২৮ বার০ টি
বন্ধুর জন্য বিজ্ঞাপনএই গৃহ এই সন্ন্যাস৬১৯১ বার০ টি
ফ্লাডএই গৃহ এই সন্ন্যাস২২২৯ বার০ টি
ফিরে দাও রাজবংশএই গৃহ এই সন্ন্যাস১৬৪৫ বার০ টি
নিসর্গের খুনএই গৃহ এই সন্ন্যাস২১৪৪ বার০ টি
দুঃখ আছে কতো রকমএই গৃহ এই সন্ন্যাস৩৩০৫ বার০ টি
তোমাকে ছাড়াএই গৃহ এই সন্ন্যাস৭১৬১ বার০ টি
তার বুকে আছেএই গৃহ এই সন্ন্যাস২৪৬২ বার০ টি
জ্যাকুলিনের দ্বিতীয় বিবাহের পরএই গৃহ এই সন্ন্যাস২৭২৪ বার০ টি
জলসত্রএই গৃহ এই সন্ন্যাস১৫৮৮ বার০ টি
কোনো বাস নেয় না আমাকেএই গৃহ এই সন্ন্যাস৩২৫১ বার০ টি
আমার এ-ভয় অন্যরকমএই গৃহ এই সন্ন্যাস১৫৪৯ বার০ টি
আজীবন একই চিঠিএই গৃহ এই সন্ন্যাস২০১২ বার০ টি
স্বভাবমানব এসেছি কাছে১৬৩৯ বার০ টি
স্পর্শমানব এসেছি কাছে৪৮০২ বার০ টি
মানুষের মধ্যে কিছু অভিমান থাকেমানব এসেছি কাছে৯০৩০ বার০ টি
মানুষমানব এসেছি কাছে১৬০১ বার০ টি
মানব তোমার কাছে যেতে চাইমানব এসেছি কাছে২৪৫৬ বার০ টি
মাটি দে, মমতা দেমানব এসেছি কাছে২২৮০ বার০ টি
ভালোবাসা মরে গেছে গত গ্রীষ্মকালেমানব এসেছি কাছে৫৪৪২ বার০ টি
বদলবাড়ি চেনা যায় নামানব এসেছি কাছে১৯১১ বার০ টি
দক্ষিণ সমুদ্রে যাবোমানব এসেছি কাছে১৮২৫ বার০ টি
তাই মিথ্যা বলামানব এসেছি কাছে২০১৪ বার০ টি
তখন সুবর্ণ হবে ঘাসমানব এসেছি কাছে১৪২৯ বার০ টি
কতো নতজানু হবো, দাঁতে ছোঁবো মাটিমানব এসেছি কাছে১০৪৯ বার০ টি
এসেছি অঘ্রানে এক আমি আগন্তুকমানব এসেছি কাছে১৭৩৪ বার০ টি
একটি ভ্রমর তার সাতটি পরানমানব এসেছি কাছে১৬০৬ বার০ টি
আমি তো তোমারই বশমানব এসেছি কাছে৩২৩১ বার০ টি
আমি কেন এ-রকমমানব এসেছি কাছে৩৬৩৭ বার০ টি
মানুষের সাথে থাকোমানুষ বড়ো ক্রন্দন জানে না৫৭০০ বার০ টি
মানুষ সহজে ভুলে যায়মানুষ বড়ো ক্রন্দন জানে না৮৭০৭ বার০ টি
মানুষ বড়ো ক্রন্দন জানে নামানুষ বড়ো ক্রন্দন জানে না২০৪৪ বার০ টি
পৃথিবী আমার খুব প্রিয়মানুষ বড়ো ক্রন্দন জানে না২২৭৯ বার০ টি
পানুর জন্যে এলিজিমানুষ বড়ো ক্রন্দন জানে না১৬৪৪ বার০ টি
তুমি যখন প্রশ্ন করোমানুষ বড়ো ক্রন্দন জানে না৫৫৬৬ বার০ টি
ঘৃণার উত্তরে চাই ক্ষমামানুষ বড়ো ক্রন্দন জানে না৪৩৭৯ বার০ টি
একটি বিষণ্ন চিঠি, মাকেমানুষ বড়ো ক্রন্দন জানে না১০৯২ বার০ টি
এই চৈত্রেমানুষ বড়ো ক্রন্দন জানে না১৪৪৭ বার০ টি
আমি যখন বলি ভালোবাসিমানুষ বড়ো ক্রন্দন জানে না৫০৫৪ বার০ টি
আমি চাইমানুষ বড়ো ক্রন্দন জানে না২২৬৩ বার০ টি
আমার স্বপ্নের মধ্যেমানুষ বড়ো ক্রন্দন জানে না২১৩৬ বার০ টি
আমার ফেলতে হবে আরো অশ্রুজলমানুষ বড়ো ক্রন্দন জানে না১৭৯৩ বার০ টি
আমার কণ্ঠ কেউ থামাতে পারবে নামানুষ বড়ো ক্রন্দন জানে না২৫৩৫ বার১ টি
যতো দুঃখ দেবেকোথা সেই প্রেম, কোথা সে বিদ্রোহ১৯৭০ বার০ টি
মর্মমূল ছুঁয়ে যায়কোথা সেই প্রেম, কোথা সে বিদ্রোহ১৮০৬ বার০ টি
বাঁচবে না কবির হৃদয়কোথা সেই প্রেম, কোথা সে বিদ্রোহ১১৩৭ বার০ টি
বর্ষার কবিতা, প্রেমের কবিতাকোথা সেই প্রেম, কোথা সে বিদ্রোহ১৭৪৬৫ বার১ টি
পটভূমি পাল্টে যায়কোথা সেই প্রেম, কোথা সে বিদ্রোহ৭২৫ বার০ টি
ছন্দরীতিকোথা সেই প্রেম, কোথা সে বিদ্রোহ১৩৩৩ বার০ টি
কে চায় তোমাকে পেলেকোথা সেই প্রেম, কোথা সে বিদ্রোহ৪১৩১ বার০ টি
কাছে আসো, সম্মুখে দাঁড়াওকোথা সেই প্রেম, কোথা সে বিদ্রোহ২২১৯ বার০ টি
কবিতা বাঁচে ভালোবাসায়কোথা সেই প্রেম, কোথা সে বিদ্রোহ২৬২১ বার০ টি
একবার ভালোবেসে দেখোকোথা সেই প্রেম, কোথা সে বিদ্রোহ৯২০৩ বার০ টি
আর কোনোদিন হইনি এমন মর্মাহতকোথা সেই প্রেম, কোথা সে বিদ্রোহ৩২৩৮ বার০ টি
আমার আকাশ জুড়েকোথা সেই প্রেম, কোথা সে বিদ্রোহ৪৮১৩ বার০ টি
মেঘের জামাএসো তুমি পুরাণের পাখি১২০০ বার০ টি
দেখতে চাইএসো তুমি পুরাণের পাখি২৬৪৩ বার০ টি
জীবনের পাঠএসো তুমি পুরাণের পাখি১২৩৬ বার০ টি
চাই পাখির স্বদেশএসো তুমি পুরাণের পাখি২১১৩ বার০ টি
কোথাও যাইনি আমিএসো তুমি পুরাণের পাখি৩২৪২ বার০ টি
কেউ কেউএসো তুমি পুরাণের পাখি১০৪৮ বার০ টি
কবির কী চাওয়ার আছেএসো তুমি পুরাণের পাখি৯৬২ বার০ টি
কবিত্বএসো তুমি পুরাণের পাখি৯৯৭ বার১ টি
একলা আমিএসো তুমি পুরাণের পাখি৩৫০২ বার০ টি
এ জীবন আমার নয়এসো তুমি পুরাণের পাখি১৫৪৫১ বার০ টি
আমার সবুজ গ্রামএসো তুমি পুরাণের পাখি৭২১৯ বার১ টি
আমার জীবনএসো তুমি পুরাণের পাখি১৩৩৪ বার০ টি
সুন্দরের হাতে আজ হাতকড়া, গোলাপের বিরুদ্ধে হুলিয়াসুন্দরের হাতে আজ হাতকড়া, গোলাপের বিরুদ্ধে হুলিয়া২২৪২ বার০ টি
মধুপুরেসুন্দরের হাতে আজ হাতকড়া, গোলাপের বিরুদ্ধে হুলিয়া৯৫১ বার০ টি
ফুটেছে ফুল, বিরহী তবু চাঁদসুন্দরের হাতে আজ হাতকড়া, গোলাপের বিরুদ্ধে হুলিয়া৩৬৭২ বার১ টি
তোমাকে লিখবো বলে একখানি চিঠিসুন্দরের হাতে আজ হাতকড়া, গোলাপের বিরুদ্ধে হুলিয়া৪১৪১ বার০ টি
তুমি ও কবিতাসুন্দরের হাতে আজ হাতকড়া, গোলাপের বিরুদ্ধে হুলিয়া৫২৬৭ বার০ টি
কীভাবে তোদের বলিসুন্দরের হাতে আজ হাতকড়া, গোলাপের বিরুদ্ধে হুলিয়া৮৬৮ বার০ টি
এই জীবনেসুন্দরের হাতে আজ হাতকড়া, গোলাপের বিরুদ্ধে হুলিয়া১৯২২ বার০ টি
উদ্ভিদ মানুষসুন্দরের হাতে আজ হাতকড়া, গোলাপের বিরুদ্ধে হুলিয়া২০৩১ বার০ টি
আমি কেউ নইসুন্দরের হাতে আজ হাতকড়া, গোলাপের বিরুদ্ধে হুলিয়া৯২৭০ বার০ টি
আমার জীবনীসুন্দরের হাতে আজ হাতকড়া, গোলাপের বিরুদ্ধে হুলিয়া১৫৫৯ বার০ টি
আমার কবিতার জন্যেসুন্দরের হাতে আজ হাতকড়া, গোলাপের বিরুদ্ধে হুলিয়া৯৬২ বার০ টি
লিরিকগুচ্ছ - ৩২লিরিকগুচ্ছ৩২২৮ বার০ টি
লিরিকগুচ্ছ - ২৩লিরিকগুচ্ছ২০৪৭ বার০ টি
লিরিকগুচ্ছ - ২২লিরিকগুচ্ছ২২৫৭ বার০ টি
লিরিকগুচ্ছ - ১৭লিরিকগুচ্ছ১৬৯২ বার০ টি
লিরিকগুচ্ছ - ১৩লিরিকগুচ্ছ১৮৪৯ বার০ টি
লিরিকগুচ্ছ - ১১লিরিকগুচ্ছ১৭২৩ বার০ টি
লিরিকগুচ্ছ - ০৯লিরিকগুচ্ছ১৪৩৬ বার০ টি
লিরিকগুচ্ছ - ০৭লিরিকগুচ্ছ৩২৫১ বার০ টি
লিরিকগুচ্ছ - ০৫লিরিকগুচ্ছ১৭১৮ বার০ টি
লিরিকগুচ্ছ - ০৩লিরিকগুচ্ছ১৫৭৮ বার০ টি
লিরিকগুচ্ছ - ০১লিরিকগুচ্ছ৩২৪১ বার০ টি
শুধু এই কবিতার খাতাআমূল বদলে দাও আমার জীবন১৮৮৪ বার০ টি
ভুলে-ভরা আমার জীবনআমূল বদলে দাও আমার জীবন১০১৯০ বার১ টি
নীতিশিক্ষাআমূল বদলে দাও আমার জীবন১০৩০ বার০ টি
তোমার সলজ্জ টেলিফোনআমূল বদলে দাও আমার জীবন১৬৭৮ বার০ টি
তোমাকে দেখার পর থেকেআমূল বদলে দাও আমার জীবন১২৯৬৭ বার১ টি
তুমিআমূল বদলে দাও আমার জীবন৩২৪৮ বার০ টি
কাফফার বিমর্ষ পৃথিবীআমূল বদলে দাও আমার জীবন৮৬৪ বার০ টি
একেবারে ডুবে যেতে চাইআমূল বদলে দাও আমার জীবন১২৭৭ বার২ টি
এক কোটি বছর তোমাকে দেখি নাআমূল বদলে দাও আমার জীবন৩২৬৬৪ বার১ টি
আমূল বদলে দাও আমার জীবনআমূল বদলে দাও আমার জীবন১২৩৯ বার০ টি
আমার প্রেমিকাআমূল বদলে দাও আমার জীবন৬৮৩২ বার১ টি
বড়ো সুসময় কখনো পাবো নাআমি ছিন্নভিন্ন৯৬৫ বার০ টি
বাউলআমি ছিন্নভিন্ন৮৫১ বার০ টি
তোমার হাতের জলআমি ছিন্নভিন্ন১২১৫ বার০ টি
তোমার দুইটি হাতে পৃথিবীর মৌলিক কবিতাআমি ছিন্নভিন্ন২১০৩ বার০ টি
গোলাপ, তোমার মর্মআমি ছিন্নভিন্ন৫৫৮৮ বার০ টি
কোনো ফুলের বাগান নেইআমি ছিন্নভিন্ন২৬৪৩ বার০ টি
কবি ও কৃষ্ণচুড়াআমি ছিন্নভিন্ন১৫৮০ বার০ টি
এই কবিতার জন্যেআমি ছিন্নভিন্ন১১৪২ বার০ টি
আমিও তো অটোগ্রাফ চাইআমি ছিন্নভিন্ন১২৬৪ বার০ টি
আমি ছিন্নভিন্নআমি ছিন্নভিন্ন১৫৬১ বার০ টি
আমার সজল চোখ বুঝলে নাআমি ছিন্নভিন্ন১৩৭০ বার০ টি
স্বাধীন প্যালেস্টাইন তোমার জন্য এই কবিতাফুল কই, শুধু অস্ত্রের উল্লাস৩৯৬৮ বার০ টি
লেলিন, এইনাম উচ্চারিত হলেফুল কই, শুধু অস্ত্রের উল্লাস৩৬৩১ বার০ টি
মেঘ দেখার দুঃখ, গোলাপ দেখার ব্যাকুলতাফুল কই, শুধু অস্ত্রের উল্লাস১৯৪৪ বার০ টি
ফুল কই, শুধু অস্ত্রের উল্লাসফুল কই, শুধু অস্ত্রের উল্লাস৪৭২২ বার০ টি
নারীর মুখের যোগ্য শোভা নেইফুল কই, শুধু অস্ত্রের উল্লাস৭৩০২ বার০ টি
তোমরা হয়তো পারোফুল কই, শুধু অস্ত্রের উল্লাস১২৭৯ বার০ টি
একটা কোনো সুসংবাদ চাইফুল কই, শুধু অস্ত্রের উল্লাস১২৩৬ বার০ টি
কী যেন বলতে চায় বন্দী স্বদেশফুল কই, শুধু অস্ত্রের উল্লাস৩৬০৬ বার০ টি
এই কবিতাটি কোথায় পেয়েছিফুল কই, শুধু অস্ত্রের উল্লাস১৮৩৮ বার০ টি
আফ্রিকা, তোমার দুঃখ বুঝিফুল কই, শুধু অস্ত্রের উল্লাস২৮৬৪ বার০ টি
স্বপ্নপ্রোথিত সত্তাতোমার পায়ের শব্দ২২৫৫ বার০ টি
ফিরে আসা গ্রামতোমার পায়ের শব্দ৪০৪৬ বার০ টি
নববর্ষের চিঠিতোমার পায়ের শব্দ৮৭৫৮ বার০ টি
তোমার বাড়িতোমার পায়ের শব্দ৩৫৪৯ বার০ টি
তোমার জন্যতোমার পায়ের শব্দ৪৩৪৭ বার০ টি
তোমরা কি জানোতোমার পায়ের শব্দ৩৪১৪ বার০ টি
একুশের কবিতাতোমার পায়ের শব্দ৮৯৪৮ বার১ টি
আমি কি বলতে পেরেছিলামতোমার পায়ের শব্দ৯৯৪৫ বার০ টি
আমার সোনার বাংলাতোমার পায়ের শব্দ৪৭০৭ বার০ টি
সুবর্ণ সেই আলোর রেখাকোথায় যাই, কার কাছে যাই১১১৫ বার০ টি
শুভাশিস, তোমাকে খুঁজছি আমিকোথায় যাই, কার কাছে যাই১৩৫৮ বার০ টি
কোথায় যাই, কার কাছে যাইকোথায় যাই, কার কাছে যাই১৬২৭ বার০ টি
এবার বর্ষার জলেকোথায় যাই, কার কাছে যাই১৩৪৬ বার০ টি
একবার সেই দৈববাণী হোককোথায় যাই, কার কাছে যাই১৩৮৮ বার০ টি
এই শীতে আমি হই তোমার উদ্ভিদকোথায় যাই, কার কাছে যাই১১৯৫২ বার১ টি
এই বয়সে বিশ্ববাউলকোথায় যাই, কার কাছে যাই৭৫৮ বার১ টি
আমি কথা রাখতে পারিনিকোথায় যাই, কার কাছে যাই১৩৭১ বার০ টি
আমার ভেতরে যেন ফুটে উঠিকোথায় যাই, কার কাছে যাই৭৪১ বার০ টি
হিংসা তার আদিগ্রন্থএকা হয়ে যাও৩৬১৫ বার০ টি
ষাটের দশকএকা হয়ে যাও৯৩০ বার০ টি
দুঃখীর জীবনে তুমিএকা হয়ে যাও১০৪৮ বার০ টি
দানএকা হয়ে যাও১০২৭ বার০ টি
তোমার নিকটেএকা হয়ে যাও১৫৮৪ বার০ টি
তারা আমাদের কেউ নয়একা হয়ে যাও১১৩৭ বার০ টি
কেবল উন্মাদই পারেএকা হয়ে যাও৮২৪ বার০ টি
একা হয়ে যাওএকা হয়ে যাও১৫৯৪০ বার১ টি
আর কার কাছে পাবোএকা হয়ে যাও১৪০১ বার০ টি
হৃদয়বোধ্যবেঁচে আছি স্বপ্নমানুষ১০৮৭ বার০ টি
মেঘের নদীবেঁচে আছি স্বপ্নমানুষ৪৭৩২ বার০ টি
মুখের বদলে কোনো মুখোশ রাখবো নাবেঁচে আছি স্বপ্নমানুষ১৪৫৪ বার০ টি
মনে পড়েবেঁচে আছি স্বপ্নমানুষ৬১১৫ বার০ টি
মগ্নজীবনবেঁচে আছি স্বপ্নমানুষ১০৬৭ বার০ টি
বেঁচে আছি স্বপ্নমানুষবেঁচে আছি স্বপ্নমানুষ১৮১২ বার০ টি
প্রেমের কবিতাবেঁচে আছি স্বপ্নমানুষ১৪৬১১ বার০ টি
টুঙ্গিপাড়াবেঁচে আছি স্বপ্নমানুষ১৬৯২ বার০ টি
যদুবংশ ধ্বংসের আগেযদুবংশ ধ্বংসের আগে১৭০৪ বার০ টি
না-লেখা কবিতাগুলিযদুবংশ ধ্বংসের আগে৩৪০৯ বার১ টি
তোমাকে যাইনি ছেড়েযদুবংশ ধ্বংসের আগে৩৯৭৩ বার০ টি
তুমি চলে যাবে বলতেইযদুবংশ ধ্বংসের আগে১৭৩৯২ বার১ টি
চাই না কোথাও যেতেযদুবংশ ধ্বংসের আগে৫৭০৭ বার০ টি
আমাকে কি ফেলে যেতে হবেযদুবংশ ধ্বংসের আগে৩২৮১ বার০ টি
আকাশ কাঁদে, নদীটি নির্জনযদুবংশ ধ্বংসের আগে১৩৭৬ বার০ টি
মন ভালো নেইবিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই৩৪৭৩৩ বার১ টি
স্মৃতিপ্রথম পয়ার৩২২৬ বার০ টি
তোমার প্রেমিকপ্রথম পয়ার৪১৫৩ বার০ টি
তোমাকে ডাকার স্বাধীনতাপ্রথম পয়ার৩২২৮ বার০ টি
আলিঙ্গনপ্রথম পয়ার৩৪৫১ বার০ টি
আমি ও যুদ্ধোত্তর মধ্যরাত্রিপ্রথম পয়ার১২২৮ বার০ টি
দয়ার্দ্র আঁচলঅন্তমিত কালের গৌরব১৪৭০ বার০ টি
তাহলে কি ঢেকে যাবে পৃথিবীর মুখঅন্তমিত কালের গৌরব১৩৬৯ বার০ টি
টিভিতে লেনিনের মূর্তি অপসারনের দৃশ্য দেখেঅন্তমিত কালের গৌরব১২৪৭ বার০ টি
চিরকুটঅন্তমিত কালের গৌরব৩৮৯৫ বার২ টি
এই জীবনঅন্তমিত কালের গৌরব৫৫৫৭ বার০ টি
অস্তমিত কালের গৌরবঅন্তমিত কালের গৌরব১৭৮৪ বার০ টি
অন্তরালঅন্তমিত কালের গৌরব৪১৩৩ বার০ টি
www. RJNAJMUL89.blogspot




মহাদেব সাহা---চাই বিষ অমরতা
ইচ্ছা করে, কেন ইচ্ছা করে, একদিন উড়ে যাবো
ফিরেও আসবো না
শুধু পড়ে রবে খাঁচা, খাঁচাতেই সম্ভব করেছি বাঁচা
এই উড়ে যাওয়া, আর ফিরেও আসবো না।
তবু ইচ্ছা করে, কেন ইচ্ছে করে, একদিন
উড়ো যাবো, ফিরেও আসবো না,
পাবে না জলের তৃষ্ণা প্রত্যক্ষ রোগের গ্লানি-, গাঢ় নিদ্রা
উড়ে যেতে যেতে এই পাখিত্বেই মেলাবো অধিক, হবে প্রেম গভীর প্রণয়
আমি আর কতোটুকু এই নামমাত্র ছায়া, কায়াটা তো মেকি
একদিন যেতে হবে ঠিকই অতি এক ক্ষুদ্র পাখি হয়ে
তাকে চোখেও দেখিনি
তবু স্বভাবে বুঝেছি পাখি উড়ে যাওয়াটাই তার ধ্যেয়,
সহজ বৃষ্টির মধ্যে অধিকন্তু যায় তারা মেঘের প্রতীক
উড়ে যায়, কিন্তু কেন উড়েও যায় না, একদিন
উড়েও যায় না
তাদের আকাশ ছোট্ট খাঁচা তাও পড়ে থাকে, আর
উড়েও যায় না,
কিন্তু আমি উড়ে যাবো কিংবা উড়ে উড়ে ফিরেও
আসবো না
ইচ্ছে করে, শুধু ইচ্ছে করে আমি উড়ে যাই তবু তুচ্ছ এই
খাঁচাখানা থাক।
ডেস্ক রিপোর্ট : দেশের মিডিয়া জগতে একটি স্থায়ী আফসোস তৈরি করে ২০১২ সালে না ফেরার দেশে পারি জমান শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরিদী। তার মৃত্যুতে অনেকের আফসোস ছিলো এমন শক্তিমান অভিনেতা ছাড়া মনের মতো চরিত্র ফুটিয়ে তোলার মতো আর কেউ থাকলো না! সবার দীর্ঘশ্বাস-‘এ দেশে এ ক্যারেক্টার কেবল ফরিদী ভাই-ই পারতেন। তিনি নেই । দীর্ঘশ্বাস বাড়ে। দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। মিডিয়াপাড়া থেকে টেলিভিশন স্ক্রিন, সিনেমার পর্দা, মঞ্চের আলো-আঁধারি- সব জায়গায় তীব্র হয়ে বাজে তার অনুপস্থিতি।
শ্রদ্ধাঞ্জলি বা আবেগ নয়, এটা স্পষ্ট অভাব। অপূরণীয় অভাব। এই অভাব পূরণ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। ফাল্গুনের প্রথম দিনে চলে যান তিনি। তার চলে যাওয়ার আগের বছর অর্থ্যাৎ ২০১১ সালের ২৯ মে তার ৬০ তম জন্মদিনে বাংলাভিশনের ‘আমার আমি’ তারকা অনুষ্ঠানে এসে জীবন মৃত্যু নিয়ে দীর্ঘ সাক্ষাৎকার দেন। তার দীর্ঘ সাক্ষাৎকারের মৃত্যু নিয়ে কিছু কথা মানুষের আবেগ ছুঁয়ে যায়। তার কিছু কথা আমাদের সময় ডট কমের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
সাক্ষাৎকারটিতে মৃত্যু নিয়ে তিনি বলেছিলেন, মৃত্যুও মতো এতো স্নিগ্ধ, এতো গভীর সুন্দর আর কিছু নেই। কারণ মৃত্যু অনীবার্য, তুমি যখন জন্মেছো তখন মরতেই হবে। মৃত্যুর বিষয়টি মাথায় থাকলে কেউ পাপ করবে না। যেটা অনীবার্য তাকে ভালোবাসাটায় শ্রেয়।
তিনি এই অনুষ্ঠানে আরও বলেন, মৃত্যুকে ভয় পাওয়াটা মূর্খতা। জ্ঞানীরা মৃত্যুকে ভয় পায় না। মৃত্যুকে আলিঙ্গন করো। গ্রহণ করো, বরণ করে নাও তাহলে দেখবে জীবন কত সুন্দর।
মানুষের অসময়ে চলে যাওয়া নিয়ে কষ্ট প্রকাশ করে বলেন, মানুষের খুব তাড়াতাড়ি চলে যাওয়াটা কষ্টের। সঠিক সময় মানুষের মৃত্যু বরণ করাটায় আন্দোলিত হয়,তবে খুশি হয় না। মানুষ কখনও বৃদ্ধ হয় না। মানুষ মনে মনে ২৮ বছরে থেকে যায়। দূরআশা ভালো জিনিস না। আশা করো ক্ষমতার ভিতরে। যা অর্জন করতে পারবে তাই করো। এই আশা নিয়েই মানুষ বাঁেচ।
১৯৫২ সালের ২৯ মে ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন তিনি। মঞ্চ থেকে তার অভিনয় যাত্রা শুরু। এরপর ছোটপর্দা অথবা বড় পর্দা সব ক্ষেত্রেই তিনি দেখিয়েছেন অভাবনীয় সাফল্য। তাঁর নান্দনিক অভিনয়ের মধ্যে দিয়ে মুগ্ধ করেছেন কোটি মানুষের হৃদয়। অভিনয় শিল্পের এক অনন্য কারিগর হুমায়ুন ফরীদি। অভিনেতা হিসেবে তিনি যেমন শক্তিমান, মানুষ হিসেবেও ছিলেন অনন্য। শহিদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে আবদুল্লাহ আল মামুন নির্মিত ‘সংশপ্তক’ নাটকে কানকাটা রমজান চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হন হুমায়ূন ফরীদি। ৯০ এর দশকে তিনি পা রাখেন চলচ্চিত্র জগতে। খলনায়ক-নায়ক হিসেবে অভিনয় করেন অসংখ্য সিনেমায়।

নান্দনিক অভিনয়ের জন্য ২০০৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এছাড়াও চলতি বছর হুমায়ূন ফরিদীকে মরণোত্তর একুশে পদক দেওয়া হয়েছে। কিংবদন্তি এই অভিনেতা ২০১২ সালের ১৩ ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত অভিনয়ের সাথে জড়িত ছিলেন তিনি

0 মন্তব্যসমূহ